সূরা আয-যিলযাল


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا [٩٩:١]
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, [৯৯:১]
﴿١﴾


وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا [٩٩:٢]
যখন সে তার বোঝা বের করে দেবে। [৯৯:২]
﴿٢﴾


وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا [٩٩:٣]
এবং মানুষ বলবে, এর কি হল ? [৯৯:৩]
﴿٣﴾


يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا [٩٩:٤]
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, [৯৯:৪]
﴿٤﴾


بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا [٩٩:٥]
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। [৯৯:৫]
﴿٥﴾


يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ [٩٩:٦]
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। [৯৯:৬]
﴿٦﴾


فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ [٩٩:٧]
অতঃপর কেউ অণু পরিমাণ সকর্ম করলে তা দেখতে পাবে [৯৯:৭]
﴿٧﴾


وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ [٩٩:٨]
এবং কেউ অণু পরিমাণ অসকর্ম করলে তাও দেখতে পাবে। [৯৯:৮]
﴿٨﴾

 .   

No comments:

Post a Comment