সূরা আল-কাঊছার


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ [١٠٨:١]
নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। [১০৮:১]
﴿١﴾


فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ [١٠٨:٢]
অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। [১০৮:২]
﴿٢﴾


إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ [١٠٨:٣]
যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ। [১০৮:৩]
﴿٣﴾

 .   

সূরা আল-মাঊন


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ [١٠٧:١]
আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? [১০৭:১]
﴿١﴾


فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ [١٠٧:٢]
সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় [১০৭:২]
﴿٢﴾


وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ [١٠٧:٣]
এবং মিসকীনকে অন্ন দিতে উসাহিত করে না। [১০৭:৩]
﴿٣﴾


فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ [١٠٧:٤]
অতএব দুর্ভোগ সেসব নামাযীর, [১০৭:৪]
﴿٤﴾


الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ [١٠٧:٥]
যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর; [১০৭:৫]
﴿٥﴾


الَّذِينَ هُمْ يُرَاءُونَ [١٠٧:٦]
যারা তা লোক-দেখানোর জন্য করে [১০৭:৬]
﴿٦﴾


وَيَمْنَعُونَ الْمَاعُونَ [١٠٧:٧]
এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না। [১০৭:৭]
﴿٧﴾

.   

সূরা কুরাঈশ


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
لِإِيلَافِ قُرَيْشٍ [١٠٦:١]
কোরাইশের আসক্তির কারণে, [১০৬:১]
﴿١﴾


إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ [١٠٦:٢]
আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। [১০৬:২]
﴿٢﴾


فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ [١٠٦:٣]
অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার [১০৬:৩]
﴿٣﴾


الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ [١٠٦:٤]
যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। [১০৬:৪]
﴿٤﴾

 .   

সূরা আল-ফিল


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ [١٠٥:١]
আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? [১০৫:১]
﴿١﴾


أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ [١٠٥:٢]
তিনি কি তাদের চক্রান্ত নস্যা করে দেননি? [১০৫:২]
﴿٢﴾


وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ [١٠٥:٣]
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, [১০৫:৩]
﴿٣﴾


تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ [١٠٥:٤]
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল। [১০৫:৪]
﴿٤﴾


فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ [١٠٥:٥]
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। [১০৫:৫]
﴿٥﴾



.