প্রিয় ভিজিটর ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি।
আমি আজ আপনাদেরকে জানাতে চাই আপনি এই সাইট ভিজিট করে যা যা জানতে পারবেন সেই সব সম্পর্কে। তো আসুন জেনে নিই সেই সব-
1. প্রথমেই জানতে পারবেন এই সাইটে এই পর্যন্ত কত জন ভিজিট করেছেন।
2. সূচীপত্র জানতে পারবেন।
3. গুরুত্ব পূর্ণ বিষয় গুলোর লিঙ্ক জানতে পারবনে ( এই সাইটের লিঙ্ক অথবা অন্য যেকোন সাইটের লিঙ্ক)।
4. প্রকাশিত পাতা সমূহের লিষ্ট।
5. বিবিসি বাংলার সর্বশেষ আপডেট।
6. চলমান দিনপজ্ঞিকা বা ক্যালেন্ডার। আরকাইভ সহ।
7. বৈজ্ঞানিক ক্যালকুলেটর সাথে ডিজিটাল ঘড়ি সহ।
8. আমার সাথে যেকেউ Yahoo তে Chat করার জন্য উইজেট।
9. এই সাইট সম্পর্কে আপনার হ্যাঁ / না ভোট দেওয়ার সক্ষমতা।
10. Google Search করতে পারবেন, তাই আর Google web site Open করার দরকার হবে না। ( ডিফলট হিসাবে প্রথমে এই ব্লগ সার্চ রাখা হয়েছে )। এছাড়াও আপনি এই সাইটে দেওয়া লিঙ্ক গুলো সার্চ করতে পারবেন। যদিও বর্তমানে তেমন একটা লিঙ্ক নাই। আরও সার্চ করতে পারবেন যেভাবে আপনারা গুগল সার্চ করেন সেইভাবে।
11. এই সাইটে প্রকাশিত পোষ্ট গুলো দেখতে পারবেন। (ডিফলট হিসাবে ৩টা পোষ্টকে রাখা হয়েছে।) আপনি ইচ্ছা করলে সর্বশেষ পোষ্টের নিচে গিয়ে পুরাতন পোষ্ট লিঙ্কে ক্লিক করে পুরাতন পোষ্টগুলো দেখতে পারবেন। অথবা সূচীপত্র থেকে পোষ্ট সমূহ দেখতে পারেন।
12. আপনি যদি কোন পোষ্ট পড়ে আপনার সুচিন্তিত মন্তব্য দিতে চান তাও দিতে পারেন। এক্ষেত্রে আপনি এই সাইটের নিবন্ধিত সদস্য না হলেও মন্তব্য দিতে পারবেন।
13. সাম্প্রতিক পোষ্ট সমূহের সংক্ষিপ্ত লিঙ্ক দেওয়া আছে। এইখান থেকে আপনি বুঝতে পারবেন কোন পোষ্ট কেমন।
14. কোন দেশের কত জন কতটা পোষ্ট বা পৃষ্ঠা কতবার দেখেছেন কাও জানতে পারবেন।
15. সম্প্রতিক মন্তব্য ও কেকে মন্তব্য করেছেন তাও জানতে পারবেন।
16. এই সাইট সম্পর্কে আপনার মতামত বিস্তারিত ভাবে উপস্থাপন করতে পারবেন। (এমসিকিউ পদ্ধতিতে)।
17. আবহাওয়ার তাপমাত্র কোথায় কত এইখান থেকে জানতে পারবেন (ডিফলট হিসাবে চট্টগ্রাম শহরের তাপমাত্র দেখানো হয়েছে, আপনি ইচ্ছা করলে আপনার শহরের তাপমাত্র অতি সহজেই জেনে নিতে পারেন। এই জন্য আপনাকে চট্টগ্রাম, বাংলাদেশ লেখার নিচে আপনার শহরের নাম লিখতে হবে।)
18. পূর্ণাঙ্গ ৩০ পারা আল-কুরআনুল মাজীদের লিঙ্ক দেওয়া আছে।
19. Facebook এ এই সাইটের ও এই সাইটের পরিপূরক Page এর অবস্থান জানতে পারবেন। আপনি ইচ্ছা করলে এই সাইটাকে সরাসরি Open না করেও Facebook এর মাধ্যমেও দেখতে পারেন। সেইজন্য আপনাকে এই Page
( http://apps.facebook.com/ourraddddbaf/
http://www.facebook.com/apps/application.php?id=122822357767156/ ) এ ক্লিক করতে হবে।
20. এই সাইটে একজন নিবন্ধত সদস্য হতে চাইলে হতে পারবেন, এইজন্য এইখানে মানে Sign in ক্লিক করতে পারেন।
21. সর্বশেষ প্রকাশিত পোষ্ট e-mail এর মাধ্যমে পেতে চাইলে তাও পারবেন Sign in এর নিচে দেওয়া অপশন ব্যবহার করে।
22. আরও জানতে পারবেন আপনাদের জন্য দেওয়া নোটিশ বোর্ডে দেওয়া নোটিশ পড়ে।
23. পোষ্ট আর্কাইভ থেকে খুব সহজেই জানতে পারবেন কোন পোষ্টটা কখন প্রকাশিত হয়েছে।
24. সবশেষে এই সাইটে স্বত্বাধিকারী হিসাবে আমার নাম ও সংক্ষিপ্ত ঠিকানা জানতে পারবেন। (লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন।)
25. আপনি যদি এই সাইটে আপনার কোন পোষ্ট প্রকাশ করতে চান তার জন্যও ব্যবস্থা রাখা হয়েছে এই সাইটে। তবে তার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এই পোষ্টের নিচে মন্তব্য অংশে আপনাকে আপনার নাম, ঠিকানা ও e-mail address প্রদান করতে হবে। তাহলে আপনাকে এই সাইটের মডারেটর বানানো হতে পারে। আপনি যদি খুব দ্রুত মডারেটর হতে চান তবে এই নাম্বারে কল করে আমাকে জানাতে পারেন। এই সাইটে নিবন্ধন করার পর আপনি আপনার e-mail address Open করে সক্রিয় হতে পারেন। সম্পূর্ণ বিনা পয়সায় আপনি এই সাইটে মডারেটর হতে পারেন। তবে শর্ত থাকে যে , আপনাকে কুরআন , হাদীছ ও ইসলাম সম্পর্কিত বিষয়ে পোষ্ট করতে হবে। অন্যথায় আপনার সদস্য পদ , আপনার মডারেটর পদ বা আপনার পোষ্ট মুছে দেওয়ার ক্ষমতা প্রয়োগ করা হতে পারে।
26. এছাড়াও আরও অনেক কিছু জানতে ও ব্যবহার করতে পারবেন এই সাইট ভিজিট করে।
27. আপনার যেকোন অভিযোগ জানাতেও এইখানে কমেন্ট বক্সে লিখুন।
সর্বশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করে এই লেখাটা পড়ার জন্য। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
No comments:
Post a Comment